নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। নাটোর জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলার অবস্থান।
ইতিহাস : ১৮শতকের শুরুর দিকে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে মতান্তরে ১৭১০ সালে। ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রাণী ভবানীর সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রাণী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল।
অবস্থান ও আয়তন : জেলাটির আয়তন ১৯০৫.০৫ বর্গ কিলোমিটার। এই জেলাটি মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমের আটটি জেলার মধ্য একটি জেলা। আয়তনের দিক হতে নাটোর বাংলাদেশের ৩৫ তম জেলা।
প্রশাসনিক এলাকা: নাটোর জেলায় মোট ৭ টি উপজেলা রয়েছে।
* নাটোর সদর উপজেলা
* বাগাতিপাড়া উপজেলা
* বড়াইগ্রাম উপজেলা
*গুরুদাসপুর উপজেলা
*লালপুর উপজেলা
*সিংড়া উপজেলা
নলডাাঙা উপজেলা
পৌরসভা : জেলায় ৮ টি পৌরসভা রয়েছে।
* নাটোর (ক-শ্রেণী)
*সিংড়া (ক-শ্রেণী)
*গুরুদাসপুর (ক-শ্রেণী)
*বড়াইগ্রাম (খ-শ্রেণী)
*বনপাড়া (গ-শ্রেণী)
*গোপালপুর (গ-শ্রেণী)
* বাগাতিপাড়া (গ-শ্রেণী)
*নলডাঙ্গা (গ-শ্রেণী)
দর্শনীয় স্থান :
১ | উত্তরা গণভবন | দিঘাপতিয়া, নাটোর সদর,নাটোর | নাটোর শহরের যে কোন স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায়। শহরের মাদ্রাসা মোড় থেকে উত্তরা গণভবনের রিকশা ভাড়া ৩০ টাকা। যাতায়াতের জন্য রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ না নেয়াই ভাল। কেননা নাটোর শহরের সকল স্থানেই স্থানীয় যানবাহন পর্যাপ্ত চলাচল করে। | 0 |
---|---|---|---|---|
২ | চলন বিল | সিংড়া, নাটোর। | গুরুদাসপুর এবং সিংড়া এলাকায় চলনবিল বিস্তৃত। নাটোর শহর থেকে বাস বা অটোযোগে যাওয়া যায়। | 0 |
৩ | চলন বিল জাদুঘর | নাটোর জেলা সদর থেকে ৫০ কিঃমিঃ পূর্বে গুরুদাসপুর উপজেলা থেকে ৪ কিঃ মিঃ উত্তরে খুবজীপুর ইউনিয়নে চলনিবল যাদুঘর অবস্থিত। গুরুদাসপুুর উপজেলা থেকে যে কোনো যানবাহনে যাওয়া যায়। | 0 | |
৪ | চাপিলা শাহী মসজিদ | গুরুদাসপুর, নাটোর | গুরুদাসপুর থেকে চাপিলা ইউনিয়ন পরিষদ রোড হয়ে মহারাজপুর দিয়ে রিক্সা/ভ্যান যোগে চাপিলা শাহী মসজিদে যাওয়া যায়। | 0 |
৫ | দয়ারামপুর রাজবাড়ি | বাগাতিপাড়া, নাটোর। | নাটোর শহর থেকে অটো বা বাসযোগে দয়ারামপুর রাজবাড়ি যাওয়া যায়। অটো রিসার্ভ করলে ভাড়া- ১৫০ টাকা । | 0 |
৬ | ধরাইল জমিদার বাড়ি | ধরাইল নাটোর সদর,নাটোর | নাটোর শহরের যে কোন স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায়। শহরের মাদ্রাসা মোড় থেকে দত্তপাড়া বাজারে যেতে হবে। দত্তপাড়া বাজার হতে ধরাইলে রিক্স বা অটোরিক্সা যোগে যাওয়া যাবে। সবসময় স্থানীয় যানবাহন পাওয়া যায়। | |
৭ | ফকিরচাঁদ বৈষ্ণব গোঁসাইজির আশ্রম | লালপুর, নাটোর। | নাটোর সদর থেকে বাস ও অটোরিক্সা যোগে যাওয়া যায়। | 0 |
৮ | বনপাড়া লুর্দের রাণী মা মারিয়া ধর্মপল্লী | বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর। | নাটোর সদর থেকে বাস ও সিএনজি অটোরিক্সা যোগে প্রথমে বনপাড়া যেতে হবে; ভাড়া- ৩০ টাকা। এরপর বনপাড়া থেকে রিকশাযোগে সরাসরি চার্চে যাওয়া যায়; রিকশা ভাড়া- ২০ টাকা।
| 0 |
৯ | রাণী ভবানী রাজবাড়ী | বঙ্গজ্জল, নাটোর সদর, নাটোর | নাটোর শহরের যে কোন স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায়। শহরের মাদ্রাসা মোড় থেকে রাজবাড়ীর রিকশা ভাড়া ২০ টাকা। যাতায়াতের জন্য রিক্সা বা অটোরিক্সা রিজার্ভ না নেয়াই ভাল। কেননা নাটোর শহরের সকল স্থানেই স্থানীয় যানবাহন পর্যাপ্ত চলাচল করে। | 0 |
১০ | শহীদ সাগর | গোপালপুর, নাটোর। | নাটোর সদর থেকে বাস ও অটোরিক্সা যোগে যাওয়া যায়। | 0 |
১১ | হালতি বিল | নলডাংগা, নাটোর | নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে জনপ্রতি ৩০ টাকা করে অটোতে করে যাওয়া যায়, তবে অটো রিসার্ভ করে গেলে ভাড়া ২০০ টাকা। |
২) লালমনি এক্সপ্রেস
৩) দ্রুতযান এক্সপ্রেস
৪) নীলসাগর এক্সপ্রেস ও
৫) রংপুর এক্সপ্রেস
Comments
Post a Comment