Skip to main content

নওগাঁ

ভীমের পান্টি

দিবর দীঘি

চক চান্দিরার ৩৬৫ পুকুর

জবই বিল



বলিহার রাজবাড়ী 

পতিসর কাচারীবাড়ি

কুসুম্বা মসজিদ 

 নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নওগাঁ জেলা প্রাচীন  বরেন্দ্র জনপদের অংশ।  বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে বাংলাদেশ এবং ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখন্ডটি ১৯৮৪ সালের ১লা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটাই আজকের নওগাঁ জেলা। 

ইতিহাস : নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে 'নও' অর্থাৎ নতুন এবং 'গাঁ' অর্থাৎ গ্রাম।  এই শব্দ দুইটির অর্থ হলো নতুন গ্রাম। 

নওগাঁ প্রাচীন পুন্ড্র জনপদের অংশ ছিল।  অপরদিকে এটি আবার বরেন্দ্র জনপদেরও অবিচ্ছেদ্য অংশ ছিল। নওগাঁর আদিবাসীরা ছিল প্রাচীন পুন্ড্র জাতির বংশধর। 

ছোট ছোট নদী প্রবাহিত এ জেলা প্রাচীন কাল হতেই কৃষি কাজের জন্য খ্যাত।  কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী এলাকার বিভিন্ন অঞ্চল নিয়ে অনেক জমিদার গোষ্ঠী এখানে গড়ে ওঠে।  এ জমিদার গোষ্ঠীর আশ্রয়েই কৃষি কাজে সহযোগী হিসেবে  সাঁওতাল খ্যাত জনগোষ্ঠীর আগমন ঘটে এ অঞ্চলে।  সাঁওতাল গোষ্ঠীর মতো এ জেলায় বসবাসরত অন্যান্য আদিবাসীদের মধ্যে মাল পাহাড়িয়া,, কুর্মি, মহালী ও মুন্ডা বিশেষভাবে খ্যাত। 

অবস্থান ও আয়তন : এ জেলার উত্তরে  ভারতের পশ্চিমবঙ্গ,  দক্ষিণে নাটোর জেলা ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা।

নওগাঁ জেলার আয়তন ৩,৪৩৫.৬৭ বর্গকিমি (১৩২৬.৫২ বর্গ মাইল) 

প্রশাসনিক এলাকা: নওগাঁ জেলায় মোট ১১ টি উপজেলা রয়েছে।  

* পত্নীতলা উপজেলা 

*ধামইরহাট উপজেলা

*মহাদেবপুর উপজেলা

*পোরশা উপজেলা

*সাপাহার উপজেলা

*বদলগাছী উপজেলা

*মান্দা উপজেলা

*নিয়ামতপুর উপজেলা

*আত্রাই উপজেলা

*রাণীনগর উপজেলা

*নওগাঁ সদর উপজেলা 

পৌরসভা : নওগাঁ জেলায় ৩টি পৌরসভা রয়েছে।

*নওগাঁ পৌরসভা 

*নজিপুর পৌরসভা 

*ধামইরহাট পৌরসভা   

দর্শনীয় স্থান : 

*আলতাদিঘী, ধামইরহাট।  যা ধামইরহাট উপজেলায় অবস্থিত।  জেলা সদর হতে দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার।  সড়কপথে যেকোনো যানবাহনে যাওয়া যায় । 

*কুসুম্বা মসজিদ, মান্দা।  যা মান্দা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। নওগাঁ - রাজশাহী মহাসড়কে বাসযোগে ৪০ মিনিট সময় লাগে।  

*জগদ্দল বিহার,ধামইরহাট।  নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক বৌদ্ধ বিহার।  জেলা সদর হতে ৫৪ কিলোমিটার প্রায়।  সড়কপথে যেকোনো যানবাহনে যাওয়া যায়।

*পতিসর কাচারীবাড়ি,  আত্রাই।  নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত জেলা সদর হতে ৪৮ কিলোমিটার প্রায় এবং যেকোনো যানবাহনে যাওয়া যায়। 

*পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী।  নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত বিহার,  যা কিনা পাল শাসকদের সময় নির্মিত হয়েছিল।  নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক পাহাড়পুরে যাওয়া যায়। আনুমানিক দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার 

 এছাড়াও উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সমূহ হলো চক চান্দিরার ৩৬৫ পুকুর, জবাইবিল,দিবর দীঘি,বলিহার রাজবাড়ী, ভীমের পান্টি,মাহি সান্তোষ, হযরত জহর উদ্দিন চিশতি রহঃ এর মাজার। 

রাজধানী ঢাকা থেকে নওগাঁর দূরত্ব : 

রাজধানী ঢাকা হতে নওগাঁর দূরত্ব প্রায় ২৩৭  কিলোমিটার।  (নাটোর-ঢাকা মহাসড়ক) 

যোগাযোগ মাধ্যম : রাজধানী ঢাকার সাথে নওগাঁ জেলার সড়কপথে ও রেলপথে যোগাযোগ মাধ্যমের সুবিধা রয়েছে । 


তবে নওগাঁ জেলায় কোনো বিমানবন্দর না থাকায় আকাশপথে রাজধানীর সাথে যোগাযোগ মাধ্যম নেই। 

বাস: রাজধানী  ঢাকা হতে নওগাঁর উদ্দেশ্য এসআই এন্টারপ্রাইজ,  হানিফ এন্টারপ্রাইজ,  শ্যামলী এনআর ট্রাভেল'স,  এস.আর ট্রাভেল লি.,  একতা ট্রান্সপোর্ট যাত্রী সেবা দিয়ে থাকে। 

যেগুলোর টিকিটের মূল্য ৭০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে । 

ট্রেন: ঢাকা হতে নওগাঁর (শান্তাহার স্টেশন ) উদ্দেশ্যে একতা এক্সপ্রেস,  লালমনি এক্সপ্রেস,  দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস,  রংপুর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় । 

যেগুলোর টিকিটের মূল্য ৪৩০ টাকা থেকে শুরু হয়ে  ১৪৭২ টাকা পর্যন্ত হয়ে থাকে ।  

Comments

Most popular post

রাজশাহী

পুঠিয়া শিব মন্দির  শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা টি-বাঁধ বাঘা শাহী মসজিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়  পদ্মা পাড়   রাজশাহী    উত্তর বঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর।  এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর।  রাজশাহী প্রমত্তা পদ্মা নদীর তীরে অবস্থিত।   ঐতিহ্যের রাজশাহী :   রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ।   মধ্যযুগে রাজশাহী রামপুর বোয়ালিয়া নামে পরিচিত ছিল।  সেই সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।   আধুনিক যুগ : রাজশাহী শহরকে কেন্দ্র করে ১৭৭২ সালে জেলা গঠন করা হয় এবং ১৮৭৬ সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা।  পরবর্তীতে ১৯৯১ সালে রাজশাহী সিটি কর্পোরেশন উন্নীতকরণ করা হয়।   ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব : ঢাকা থেকে সড়ক পথে রাজশাহীর দূরত্ব প্রায় ২৫৪.৫ কিলোমিটার প্রায়।   বিমান পথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব ১৯৮ কিলোমিটার প্রায়  রেলপথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব  ২৪৭ কিলোমিটার প্রায়।   যোগাযোগ মাধ্যমে : যোগাযোগ মাধ্যম হিসেবে রাজধানী ঢাকা হতে রাজশাহ...

চাঁপাইনবাবগঞ্জ

ছোট সোনা মসজিদ  দারাসবাড়ি মসজিদ রহনপুর নওদা বুরুজ আল্পনা গ্রাম  তোহাখানা কমপ্লেক্স চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।  ১৯৮৪ সালে একটি একক জেলা হিসেবে চাঁপাইনবাবগঞ্জের  আত্মপ্রকাশ ঘটে।  অনেকে এই জেলাকে "আমের শহর " বা "আমের দেশ" হিসেবে জানে।  ঐতিহ্যে চাঁপাইনবাবগঞ্জ : ২০০১ সালের ১লা আগস্ট এর পূর্বে এই জেলা শুধুমাত্র নবাবগঞ্জ হিসেবে পরিচিত ছিল।  জেলাবাসীর দাবি অনুযায়ী ২০০১ সালের ১লা আগস্ট নবাবগঞ্জ পরিবর্তন করে এই জেলার নাম চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়।   চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক-ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারভূমি এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাঁদের পাত্র- মিত্র ও পরিষদ  নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এ স্থানের নাম হয় নবাবগঞ্জ।  চাঁপাইনবাবগঞ্জ হতে রাজধানী ঢাকার দূরত্ব প্রায় ৩১৫ কিলোমিটার।    যোগাযোগ মাধ্যম : চাঁপাইনববগঞ্জ হতে রাজধানী ঢাকার উদ্দেশ্য বাস এবং ট্রেন ছেড়ে যায়।    বাস:  চাঁপ...

নাটোর

                                                                        নাটোর রাজবাড়ী  উত্তরা গণভবন  গোসাই আখড়া চলন বিল নর্থ বেঙ্গল সুগার মিল গ্রীন ভ্যালি পার্ক  চৌগ্রাম জমিদার বাড়ি   নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা।  নাটোর জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলার অবস্থান।  ইতিহাস : ১৮শতকের শুরুর দিকে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পর গণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে মতান্তরে ১৭১০ সালে। ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রাণী ভবানীর ...
 আমি  মো. মাইনুল ইসলাম।  আমার বয়স ২৫+। গ্রাম : গোবিন্দপুর  পোস্ট : রাজশাহী কোর্ট -৬২০১ থানা : কাশিয়াডাঙ্গা  জেলা : রাজশাহী।   আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমার স্নাতক চলমান।  আমি সমাজবিজ্ঞান বিভাগে পড়ি।  পাশাপাশি আমি দেশের অন্যতম সেরা আইটি প্রতিষ্ঠান অর্ডিনারী আইটি তে ডিজিটাল মার্কেটিং শিখছি।  এর পাশাপাশি ইংরেজি ভাষার চর্চার জন্য স্পিকআপ বিডি তে ইংরেজি শিখতে যায়।