![]() |
ভীমের পান্টি |
![]() |
দিবর দীঘি |
![]() |
চক চান্দিরার ৩৬৫ পুকুর |
![]() |
জবই বিল |
![]() |
বলিহার রাজবাড়ী |
![]() |
পতিসর কাচারীবাড়ি |
![]() |
কুসুম্বা মসজিদ |
নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। নওগাঁ জেলা প্রাচীন বরেন্দ্র জনপদের অংশ। বাংলাদেশের উত্তর-পশ্চিমভাগে বাংলাদেশ এবং ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখন্ডটি ১৯৮৪ সালের ১লা মার্চের পূর্ব পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো, সেটাই আজকের নওগাঁ জেলা।
ইতিহাস : নওগাঁ শব্দের উৎপত্তি হয়েছে 'নও' অর্থাৎ নতুন এবং 'গাঁ' অর্থাৎ গ্রাম। এই শব্দ দুইটির অর্থ হলো নতুন গ্রাম।
নওগাঁ প্রাচীন পুন্ড্র জনপদের অংশ ছিল। অপরদিকে এটি আবার বরেন্দ্র জনপদেরও অবিচ্ছেদ্য অংশ ছিল। নওগাঁর আদিবাসীরা ছিল প্রাচীন পুন্ড্র জাতির বংশধর।
ছোট ছোট নদী প্রবাহিত এ জেলা প্রাচীন কাল হতেই কৃষি কাজের জন্য খ্যাত। কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী এলাকার বিভিন্ন অঞ্চল নিয়ে অনেক জমিদার গোষ্ঠী এখানে গড়ে ওঠে। এ জমিদার গোষ্ঠীর আশ্রয়েই কৃষি কাজে সহযোগী হিসেবে সাঁওতাল খ্যাত জনগোষ্ঠীর আগমন ঘটে এ অঞ্চলে। সাঁওতাল গোষ্ঠীর মতো এ জেলায় বসবাসরত অন্যান্য আদিবাসীদের মধ্যে মাল পাহাড়িয়া,, কুর্মি, মহালী ও মুন্ডা বিশেষভাবে খ্যাত।
অবস্থান ও আয়তন : এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে নাটোর জেলা ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা।
নওগাঁ জেলার আয়তন ৩,৪৩৫.৬৭ বর্গকিমি (১৩২৬.৫২ বর্গ মাইল)
প্রশাসনিক এলাকা: নওগাঁ জেলায় মোট ১১ টি উপজেলা রয়েছে।
* পত্নীতলা উপজেলা
*ধামইরহাট উপজেলা
*মহাদেবপুর উপজেলা
*পোরশা উপজেলা
*সাপাহার উপজেলা
*বদলগাছী উপজেলা
*মান্দা উপজেলা
*নিয়ামতপুর উপজেলা
*আত্রাই উপজেলা
*রাণীনগর উপজেলা
*নওগাঁ সদর উপজেলা
পৌরসভা : নওগাঁ জেলায় ৩টি পৌরসভা রয়েছে।
*নওগাঁ পৌরসভা
*নজিপুর পৌরসভা
*ধামইরহাট পৌরসভা
দর্শনীয় স্থান :
*আলতাদিঘী, ধামইরহাট। যা ধামইরহাট উপজেলায় অবস্থিত। জেলা সদর হতে দূরত্ব প্রায় ৫৬ কিলোমিটার। সড়কপথে যেকোনো যানবাহনে যাওয়া যায় ।
*কুসুম্বা মসজিদ, মান্দা। যা মান্দা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। নওগাঁ - রাজশাহী মহাসড়কে বাসযোগে ৪০ মিনিট সময় লাগে।
*জগদ্দল বিহার,ধামইরহাট। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক বৌদ্ধ বিহার। জেলা সদর হতে ৫৪ কিলোমিটার প্রায়। সড়কপথে যেকোনো যানবাহনে যাওয়া যায়।
*পতিসর কাচারীবাড়ি, আত্রাই। নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত জেলা সদর হতে ৪৮ কিলোমিটার প্রায় এবং যেকোনো যানবাহনে যাওয়া যায়।
*পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী। নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত বিহার, যা কিনা পাল শাসকদের সময় নির্মিত হয়েছিল। নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক পাহাড়পুরে যাওয়া যায়। আনুমানিক দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার
এছাড়াও উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সমূহ হলো চক চান্দিরার ৩৬৫ পুকুর, জবাইবিল,দিবর দীঘি,বলিহার রাজবাড়ী, ভীমের পান্টি,মাহি সান্তোষ, হযরত জহর উদ্দিন চিশতি রহঃ এর মাজার।
রাজধানী ঢাকা থেকে নওগাঁর দূরত্ব :
রাজধানী ঢাকা হতে নওগাঁর দূরত্ব প্রায় ২৩৭ কিলোমিটার। (নাটোর-ঢাকা মহাসড়ক)
যোগাযোগ মাধ্যম : রাজধানী ঢাকার সাথে নওগাঁ জেলার সড়কপথে ও রেলপথে যোগাযোগ মাধ্যমের সুবিধা রয়েছে ।
তবে নওগাঁ জেলায় কোনো বিমানবন্দর না থাকায় আকাশপথে রাজধানীর সাথে যোগাযোগ মাধ্যম নেই।
বাস: রাজধানী ঢাকা হতে নওগাঁর উদ্দেশ্য এসআই এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এনআর ট্রাভেল'স, এস.আর ট্রাভেল লি., একতা ট্রান্সপোর্ট যাত্রী সেবা দিয়ে থাকে।
যেগুলোর টিকিটের মূল্য ৭০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত হয়ে থাকে ।
ট্রেন: ঢাকা হতে নওগাঁর (শান্তাহার স্টেশন ) উদ্দেশ্যে একতা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় ।
যেগুলোর টিকিটের মূল্য ৪৩০ টাকা থেকে শুরু হয়ে ১৪৭২ টাকা পর্যন্ত হয়ে থাকে ।
Comments
Post a Comment