নাটোর রাজবাড়ী উত্তরা গণভবন গোসাই আখড়া চলন বিল নর্থ বেঙ্গল সুগার মিল গ্রীন ভ্যালি পার্ক চৌগ্রাম জমিদার বাড়ি নাটোর জেলা বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। নাটোর জেলার উত্তরে নওগাঁ জেলা ও বগুড়া জেলা, দক্ষিণে পাবনা ও কুষ্টিয়া জেলা পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলার অবস্থান। ইতিহাস : ১৮শতকের শুরুর দিকে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পর গণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন। এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে মতান্তরে ১৭১০ সালে। ১৭৩৪ সালে তিনি মারা যান। ১৭৩০ সালে রাণী ভবানীর ...