![]() |
পুঠিয়া শিব মন্দির |
![]() |
শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা |
![]() |
টি-বাঁধ |
![]() |
বাঘা শাহী মসজিদ |
![]() |
রাজশাহী বিশ্ববিদ্যালয় |
![]() |
পদ্মা পাড় |
রাজশাহী উত্তর বঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী প্রমত্তা পদ্মা নদীর তীরে অবস্থিত।
ঐতিহ্যের রাজশাহী :
রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ।
মধ্যযুগে রাজশাহী রামপুর বোয়ালিয়া নামে পরিচিত ছিল। সেই সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।
আধুনিক যুগ : রাজশাহী শহরকে কেন্দ্র করে ১৭৭২ সালে জেলা গঠন করা হয় এবং ১৮৭৬ সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে ১৯৯১ সালে রাজশাহী সিটি কর্পোরেশন উন্নীতকরণ করা হয়।
ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব : ঢাকা থেকে সড়ক পথে রাজশাহীর দূরত্ব প্রায় ২৫৪.৫ কিলোমিটার প্রায়।
বিমান পথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব ১৯৮ কিলোমিটার প্রায়
রেলপথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব ২৪৭ কিলোমিটার প্রায়।
যোগাযোগ মাধ্যমে : যোগাযোগ মাধ্যম হিসেবে রাজধানী ঢাকা হতে রাজশাহীর উদ্দেশ্য বাস, ট্রেন এবং বিমানে যাতায়াতের সুবিধা রয়েছে।
বাস: রাজধানী ঢাকার কল্যানপুর, মহাখালী, গাবতলী হতে রাজশাহীর উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। এগুলোর মধ্যে উল্লেখ যোগ্য বাস হলো, দেশ ট্রাভেল'স, ন্যাশনাল ট্রাভেল'স, গ্রামীণ ট্রাভেল'স, হানিফ পরিবহন, শামলী পরিবহন ইত্যাদি।
যেগুলোর টিকিট এর মূল্য ৭০০ টাকা থেকে শুরু হয়ে ১৪০০ পর্যন্ত হয়ে থাকে।
ট্রেন : রাজশাহী হতে ঢাকার উদ্দেশ্যে সিল্ক সিটি এক্সপ্রেস(সাপ্তাহিক বন্ধ রবিবার), পদ্মা এক্সপ্রেস(সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার) ,মধুমতি এক্সপ্রেস(সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার) ও বনলতা এক্সপ্রেস(সাপ্তাহিক বন্ধ শুক্রবার) ট্রেন ছেড়ে যায়।
বিমানপথ : রাজশাহী হতে ঢাকা যাতায়াতের সুবিধা হিসেবে নভোয়ার,ইউএস-বাংল, বিমান বাংলাদেশ কোম্পানি গুলো সেবা প্রদান করে থাকে। যেখানে টিকিটের মূল্য ৩২৮৪ টাকা থেকে শুরু হয়ে ৬৩১৪ টাকা পর্যন্ত হয়ে থাকে।
দর্শনীয় স্থান : ইতিহাস ও ঐতিহ্যে মোড়া রাজশাহীতে দর্শনীয় স্থান রয়েছে অনেক। এদের মাঝে উল্লেখ যোগ্য হলো পদ্মার পাড়,বরেন্দ্র গবেষণা জাদুঘর, শাহ মখদুম রুপোস (র.) এর মাজার, রাজশাহী কলেজ,রাজশাহী বিশ্ব-বিদ্যালয়, রাজশাহী সাধারণ গ্রন্থাগার, টি-বাঁধ,বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা, শহীদ জিয়া শিশু পার্ক,সাফিনা পার্ক,বাঘা মসজিদ, পুঠিয়া শিব মন্দির ইত্যাদি ।
Comments
Post a Comment